StudyMamu

Kauf ব্যবস্থা কী

May 7, 2022

 Kauf (কাউফ) ব্যবস্থা কী?

> দি-শিল্পায়ন পর্বের একধরনের উৎপাদন ব্যবস্থা ছিল Kauf(কাউফ)ব্যবস্থা। Kauf(কাউফ) ব্যবস্থায় বণিকরা গ্রামীণ কুটীর ও হস্তশিল্পীদের কাছ থেকে সরাসরি পণ্য সরবরাহ করত। তবে পুঁটিং-আউট সিস্টেমের মত এখানে বণিক উৎপাদনের আগে উৎপাদককে কাঁচামাল বা অর্থ প্রদান করতেন না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে উৎপাদক বণিকের কাছ থেকে ঋণ (দাদন) নিতেন সেক্ষেত্রে দাদন প্রদানকারী বণিককেই তাঁদের পণ্য বিক্রি করতে হত।

Share Post :

Leave a Comment