StudyMamu

লেসেফেয়ারে নীতি বলতে কী বোঝ?

May 13, 2022

লেসেফেয়ারে নীতি বা খোলা বাজার নীতি বলতে কী বোঝ। 

‘লেসেফেয়ারে’ নীতি হল এক ধরনের খোলাবাজার অর্থনীতি। অ্যাডাম স্মিথ ‘Wealth of Nations’ গ্রন্থে প্রথম এই খোলা বাজার নীতির কথা ঘোষণা করেন। এই নীতিতে বলা হয়, একমাত্র স্বাধীন ও মুক্ত পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই ব্যক্তির অর্থনৈতিক ক্ষমতার বিকাশ ও উন্নতিবিধান সম্ভব। এই নীতিতে রাষ্ট্র কৃষি, শিল্প বা বাণিজ্যের ক্ষেত্রে কোনোরূপ হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ করবে না।

Share Post :

Leave a Comment