StudyMamu

অ্যালবার্ট ভন ওয়ালেনস্টাইন কে ছিলেন

May 18, 2022

 অ্যালবার্ট ভন ওয়ালেনস্টাইন কে ছিলেন ।

> অ্যালবার্ট ভন ওয়ালেনস্টাইন (১৫৮৩-১৬৩৪ খ্রিস্টাব্দ) ছিলেন বোহেমিয়ার একজন সেনাপতি। তিনি দ্বিতীয় ফার্দিনান্দের সম্রাট পক্ষীয় বাহিনীর প্রধান ছিলেন। ১৬৩০ খ্রিস্টাব্দে তাঁকে পদচ্যুত করা হয়। টিলির মৃত্যুর পর ১৬৩২ খ্রিস্টাব্দে তিনি আবার ক্যাথলিক বাহিনীর প্রধান নিযুক্ত হন। ১৬৩২ খ্রিস্টাব্দে লুটজেনের যুদ্ধে গুস্তাভাস অ্যাডলফাসের কাছে তিনি পরাজিত হন।

Share Post :

Leave a Comment