সীমাবদ্ধ রাজতন্ত্র (Limited Monarchy) বলতে কী বোঝ
May 18, 2022
‘সীমাবদ্ধ রাজতন্ত্র’ (Limited Monarchy) বলতে কী বোঝ?
> চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে সামন্ততন্ত্রের পতনের পর এক ধরনের স্বৈরাচারী রাজতন্ত্রের সৃষ্টি হয়, যেখানে রাজার ক্ষমতা সামন্তপ্রভুদের পরিবর্তে আইনসভার (নির্বাচিত বা মনোনীত) দ্বারা কিছুটা সীমাবদ্ধ থাকত। এই ধরনের রাজতন্ত্র সীমাবদ্ধ রাজতন্ত্র’ নামে পরিচিত ছিল। যেমন—ইংল্যাণ্ডের টিউডর রাজতন্ত্র।