StudyMamu

বিশুদ্ধ স্বৈরতন্ত্র বলতে কী বোঝ

May 18, 2022

 বিশুদ্ধ স্বৈরতন্ত্র বলতে কী বোঝ?

 > চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে সামন্ততন্ত্রের পতনের পরবর্তীকালে পশ্চিম ইউরোপের দেশগুলিতে এক ধরনের স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটে। এখানে স্বৈরাচারী রাজার ক্ষমতা ছিল অবাধ ও চূড়ান্ত। এটি বিশুদ্ধ স্বৈরতন্ত্র (স্পেন, পর্তুগাল ও ফ্রান্স) নামে পরিচিত ছিল। 

উদাহরণ-পোল্যাণ্ড, বোহেমিয়া প্রভৃতি দেশের রাজতন্ত্র।

Share Post :

Leave a Comment