StudyMamu

কার্ডিনাল ম্যাজারিন কে ছিলেন

May 19, 2022

কার্ডিনাল ম্যাজারিন কে ছিলেন?

> কার্ডিনাল ম্যাজারিন ছিলেন ফ্রান্সের একজন যাজক। রিশেল্যুর মৃত্যুর পর ১৬৪২ খ্রিস্টাব্দ থেকে ১৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। ১৬৪৮ খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Share Post :

Leave a Comment