StudyMamu

রেনে দেকার্ত কে ছিলেন

May 20, 2022

রেনে দেকার্ত কে ছিলেন? 

> রেনে দেকার্ড (১৫৯৬-১৬৫০ খ্রিস্টাব্দ) ছিলেন ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ ও লেখক। তাকে আধুনিক দর্শনশাস্ত্রের জনক’ বলা হয়। তিনি ছিলেন কার্টেসিয়ান কো-অর্ডিনেট জ্যামিতির প্রবর্তক। তাকে ‘অ্যানালিটিক্যাল জিওমেট্রি’র জনক বলা হয়। তিনি ‘ইনফিনিটেসিমেলক্যালকুলাস’-এর প্রবর্তক ছিলেন।

Share Post :

Leave a Comment