StudyMamu

কেমন ছিল নবীজির আচরণ

August 7, 2023

কেমন ছিল নবীজির আচরণ।

prophet muhammad

  1. নবিজির আখলাক ছিল সৎ চরিত্রবান তিনি ছিলেন অধিক সত্যবাদী, মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন । তিনি ছিলেন সর্বাধিক পবিত্র ও পরিচ্ছন্ন মনের অধিকারী ব্যক্তিত্ব।
  2. নবীজি দীর্ঘ সময় নীরব থাকতেন।
  3. তিনি কম হাসতেন এবং মুচকি হাসতেন। সবাইকে আগে সালাম দিতেন।
  4. ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন; সব-সময় আল্লাহকে স্মরণ করতেন এবং তাহাজ্জুদ সালাত ত্যাগ করতেন না।
  5. সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন; বিপদে পড়লে তাৎক্ষনিক সালাতে দাঁড়িয়ে যেতেন। 
  6. নিজের জন্যে কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেও আঘাত করেননি এবং শিশুদের পরম স্নেহ করতেন।
  7. নবীজি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন; কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজ খবর নিতেন।
  8. কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন তিনি ছিলেন মিষ্টভাষী। তিনি উপহার বা হাদিয়া গ্রহণ করতেন।
  9. তার নিকট আগত ব্যক্তিদের কখনও অবহেলা করতেন না এবং অন্যদের ক্ষমা করে দেয়া অধিক পছন্দ করতেন।
  10. তিনি অধিক পরিমাণ সদকাহ্ বা দান করতেন, এবং কোনো খাদ্যের দোষ ধরতেন না।

    Share Post :

    Leave a Comment