StudyMamu

ইতালিতে প্রথম কেন নবজাগরণ হয়েছিল

September 7, 2023

ইতালিতে প্রথম কেন নবজাগরণ হয়েছিল।

রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ। রেনেসাঁস বলতে বোঝায় চতুর্দশ শতক থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ইউরোপীয় সাহিত্য শিল্পকলা এবং সাংস্কৃতিক পুনরুত্থানকে । ইতিপূর্বে নবম শতকে ক্যারোলিঞ্জীয় ও দশম শতকে অটোনিয় রেনেসাঁর আবির্ভাব ঘটেছিল। চতুর্দশ শতকে পর্যায়ক্রমে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ ঘাত প্রতিঘাতে বিপর্যস্ত বহুধা বিভক্ত ইতালীয় নগর রাষ্ট্রগুলির জীবনে স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে গেলেও রেনেসাঁ সংস্কৃতির উদ্ভব ও বিকাশ হয়েছিল এই উপদ্বীপেই। তাই ইতালি কেন রেনেসাঁর জন্মস্থান ছিল এবং ইতালিতেই কেন প্রথম নবজাগরণ (রেনেসাঁ) শুরু হয়েছিল তা নিয়ে ঐতিহাসিক মহলে দীর্ঘ আলোচনার সূত্রপাত ঘটেছে।

ইতালি
ইতালি

উনিশ শতকের সুইস ঐতিহাসিক জ্যাকব বুকহার্ট এর মতে আলোচ্য অধ্যায় ইতালিতেই আবির্ভাব ঘটেছিল প্রতিভা সম্পন্ন বহু মানুষের। ব্যক্তি স্বাতন্ত্রের উপর বিভিন্ন সংস্কার এবং বিধি নিষেধ পশ্চিম ইউরোপে দেখা গেলেও ইতালিতেই তার প্রথম বিলুপ্তি ঘটে। ইতালির নগর গুলি রাষ্ট্রগুলি মানবতার মুক্তির নতুন আদর্শে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। 

কিন্তু বুকহার্ট এর এই ব্যাখ্যায় সমস্ত তত্ত্ব মেলে না। ইতালির আর্থ সামাজিক পরিবেশ পৃষ্ঠ পোষক তার আনুকূল্য কিভাবে প্রতিভার বিকাশ ঘটিয়ে ঐতিহ্য থেকে মুক্তি দিয়েছিল তার আলোচনাও আবশ্যক। চতুর্দশ শতকে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল সামন্ততন্ত্রের শৃখলে আবদ্ধ থাকলেও ইতালির নগর রাষ্ট্র যে পৌর শাসন গড়ে উঠেছিল তা ছিল বাণিজ্যিক বিপ্লব প্রসূত। স্বাভাবিকভাবেই এই নগর গুলিতে পূর্ণ বিকশিত বাণিজ্যিক ও আর্থিক সুস্থিতি যে পরিবর্তনের আবহ তৈরি করেছিল তা-ই ইতালীয় নবজাগরণের ক্ষেত্রে শুকতারার ভূমিকা পালন করেছিল। 

ভৌগোলিক দিক থেকে ইতালির নগর রাষ্ট্রগুলি ছিল সুরক্ষ। প্রাচীন রোমান্স সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত এই উপদ্বীপে বেশ কিছু নগর রাষ্ট্র প্রিন্সি প্যালিটি একাধিক রাজন্যশাসিত ভূখণ্ড এবং পোপতন্ত্রাধিন ‘ state of the Church ’ নিয়ে গঠিত ছিল। মধ্যযুগের শেষের দিকে প্রতি চারজন ইতালীয়দের মধ্যে একজন নগরে বাস করত। ১৫০০ খ্রিস্টাব্দে মধ্যে পশ্চিম ইউরোপে সাতটি ছিল ইতালিতে এবং নেপলস, ফ্লোরেন্স, ভেনিস, এবং মিলানকে বাদ দিয়ে বাকি নগর গুলির জনসংখ্যা কম হলেও ( দক্ষিণ ইতালি বাদে ) তাদের একটি নাগরিক চরিত্র পড়ে উঠেছিল। শিক্ষা সংস্কৃতির এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনের কেন্দ্র ছাড়াও নগর গুলি বিখ্যাত ছিল আইন শাস্ত্র ও বিচার ব্যবস্থা বিকাশের জন্য। 

রেনেসাঁ বা নবজাগরণ
রেনেসাঁ বা নবজাগরণ

নগর গুলির সন্নিহিত অঞ্চলে ছিল অসংখ্য ছোট বড় গ্রাম কৃষিজাত ও কারিগরি শিল্প উৎপাদনের জন্যই নয়, নগর গুলির চাহিদা মেটানোর জন্য ও গুরুত্বপূর্ণ ছিল। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং আল্পসের উত্তরে অনুন্নত প্রিন্সিপ্যালিটির বাজার তথা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে থাকায় ইতালির বাণিজ্য কেন্দ্রগুলিতে অভাবিত বিকাশ ঘটেছিল। নগর রাষ্ট্র গুলির শিল্পজাত পণ্যের চাহিদা ছিল উল্লেখযোগ্য এবং ব্যবসা-বাণিজ্য, মূর্তি ও পশমি বস্ত্র উৎপাদনের সাফল্য এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতি ইতালীয়দের পশ্চিম ইউরোপের সবচেয়ে বিত্তশালী নাগরিক চেতনা সম্পন্ন এবং ‘ সেক্যুলার ’ জীবন দর্শনে বিশ্বাসী এক জনগোষ্ঠীতে পরিণত করে দিয়েছিল। ম্যাক্স ওয়েবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যে ইতালির বাজার কেন্দ্রিক নগরের অভিজাত ভূস্বামীদের সঙ্গে মধ্যযুগীয় লর্ড সিনরদের প্রায় কোন মিল ছিল না। ইতালিতে দাস প্রথার ও কোন অস্তিত্ব ছিল না। ফলে যে মুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল তাই নবজাগরণের  সূচনা কে সহজ করে দেয়।

তাছাড়া সাংস্কৃতিকভাবে ইতালি ছিল ‘ pax Romana ’ – র মহিমা ও ঐতিহ্যের উত্তরাধিকারী, এটাই ছিল ক্যাথলিক ধর্মের প্রাণকেন্দ্র, ধর্মগুরু পোপের প্রতিষ্ঠান। ১৪১৭ তে শাশ্বত নগরীতে পূর্ণ আবির্ভাব পর থেকে ইতালির সাংস্কৃতিক আন্দোলন বেগবতী হয়ে ওঠে। পোপের রাজ্যের বৃহত্তম ব্যবসায়ী কেন্দ্র কে ভিত্তি করে কলোন্না, সান্ডাক্রোচের মত ধনী অভিজাত পরিবারগুলি নাগরিক সংস্থাগুলির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পোপ তন্ত্রের প্রতিদ্বন্ধে হয়ে ওঠে এবং তাই পরোক্ষ রেনেসাঁর পৃষ্ঠপোষকে পরিণত হয়। পোপ পঞ্চম নিকোলাস নির্মাণ করেন নতুন ভ্যাটিকান, সংস্থার সাধিত হয় সেন্ট পিটার গির্জার ব্যাসিলিকার। 

ক্রুসেড এর সময় থেকেই ইতালির ভেনিস ও ফ্লোরেন্সের থেকে নিকট প্রাচ্যের লাভজনক বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকায় একদিকে তা যেমন সম্পদ সৃষ্টিতে সফল হয়েছিল তেমনি প্রাচ্যের সঙ্গে যোগাযোগ স্থাপিত হওয়ায় সাংস্কৃতিক আদান-প্রদান ও সহজ হয়েছিল ফলে ইতালি নতুন চিন্তা মনন ও রেনেসাঁর ভাব জগত সৃষ্টি করেছিল। ত্রয়োদশ শতাব্দী থেকে ফ্লোরেন্স হয়ে ওঠে নেপলসের রাজা এবং পোপতন্ত্রের সরকারি ব্যাংকার কসিমোর আমলে মেদিচি ব্যাংকার পরিবারের চরম শ্রীবৃদ্ধি ঘটেছিল এবং ফ্লোরেন্সের ব্যাংকিং ব্যবসাকে সমৃদ্ধ করেছিল। প্রকৃতপক্ষে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর ফ্লোরেন্সের অর্থনৈতিক সমৃদ্ধি রেনেসাঁর প্রথম পর্বের আর্থিক প্রেক্ষাপট তৈরি করেছিল। 

ইতালির নবজাগরণ
ইতালির নবজাগরণ

রেনেসাঁর বিকাশে অগ্রণী ভূমিকা নিয়েছিল ভেনিস, ফ্লোরেন্স ও জেনোয়ার মতো বিত্তশালী নগরগুলি। অ্যাড্রিয়াটিকের রানী এবং ইউরোপের হিঞ্জ হিসেবে পরিচিত ভেনিসই ছিল ইতালির সামুদ্রিক বন্দর গুলির মধ্যে ব্যস্ততম। আমদানি রপ্তানি বাণিজ্যে প্রায় অপ্রতিদ্বন্ধী। পূর্ব রোমান সাম্রাজ্যের সঙ্গে অন্যান্য দেশের তুলনায় ইতালির সঙ্গে অতি নিবিড় সম্পর্ক থাকায় কনস্টান্টিনোপলের পতনের পর গ্ৰিক ও রোমান পন্ডিতগণ ইতালির ফ্লোরেন্স নগরীতে আশ্রয় নেন। শুধু তাই নয় উচ্চ মধ্যবিত্ত নাগরিকদের আগ্রহে প্রতিষ্ঠিত শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করার সুযোগ ও দিয়েছিল। আর এদের পৃষ্ঠপোষকতা করেছিল ইতালির স্থানীয় বণিক সম্প্রদায়। এ কারণেই হোমস্ লিখেছেন যে “ The Renaissance was a product of the life of the Italian cities.” 

রেনেসাঁর আবশ্যিক শর্ত হিসেবে নগর সংস্কৃতিক পরিবেশের বিকাশ যথাযথভাবেই ঘটেছিল। অধিকার সম্পর্কে সচেতনতা, প্রজাতান্ত্রিক গণতন্ত্রের ভাবধারার পরিবেশেই ইতালির গুরুত্বপূর্ণ শহর গুলিতে গড়ে উঠেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এগুলিতে বিভিন্ন প্রাচীন গ্রন্থের পূর্ণ মুদ্রণ এবং জ্ঞান ও চিন্তাধারার বিকাশ সম্ভব হয়েছিল। কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও প্রমুখ নবজাগরণের রথ চক্রে গতি সঞ্চার করেছিল। ইতালীয় গথিক রীতির সূত্রপাত লিওনার্দো, বত্তি চেল্লি, মতো শিল্পী ভাস্করের প্রেরণা। দান্তে, পেত্রাক, মত সাহিত্যিক ম্যাকিয়াভেল্লির মতো রাষ্ট্র তত্ব বিদের জন্মের কারণে ইতালি ছিল রত্নগর্ভা। আর এই মনীষীর স্পর্শ ঘটেছিল মানবতাদের সঙ্গে এ কারণে ইউরোপের অন্য কোন রাষ্ট্রে নয় , ইতালিতে রেনেসাঁস প্রথম সংঘটিত হয়েছিল ।

Share Post :

Leave a Comment