সাহিত্যের চরিত্র কেমন হওয়া উচিত, তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো
সাহিত্যের চরিত্র কেমন হওয়া উচিত, তা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো
শিরোনাম : সাহিত্যের চরিত্র বৈশিষ্ট্য
জীবন্ত মানুষের চরিত্রে যত জটিলতা আর অসংগতি দেখা যায় গল্পবর্ণিত চরিত্রে ততটা দেখালে চলে না। নিপুণ রচয়িতা যখন বিরুদ্ধ গুণাবলীর সমাবেশ করেন তখন তাকে সাবধান হতে হয় যেন পাঠকের কাছে তা নিতান্ত অসম্ভব না ঠেকে।
বাস্তব মানব চরিত্র যত বিপরীত ধর্মী, কল্পিত মানব চরিত্র ততটা হতে পারে না, বেশি টানাটানি করলে রসভঙ্গ হয়; কারণ, পাঠক সাধারণের প্রত্যয়ের একটা সীমা আছে। প্রাচীন কথাকারগণ এ বিষয়ে অবহিত ছিলেন। তাতে সন্দেহ নেই। মহাকাব্যের লেখকেরা বরং অতিরিক্ত সরলতার দিকে গেছেন, তাঁদের অধিকাংশ নায়ক-নায়িকা ছাঁচে ঢালা পালিশ করা প্রাণী, তাদের চরিত্রে কোথাও খোচ বা আঁচড় নেই। রঘুবংশের দিলীপ রঘু অজ প্রভৃতি একই আদর্শে কল্পিত। মহাভারত অতি প্রাচীন গ্রন্থ, কিন্তু, এতে বহু চরিত্রের যে বৈচিত্র্য দেখা যায় পরবর্তী ভারতীয় সাহিত্যে অতি দুর্লভ।