StudyMamu

আমার দেখা একটি বইমেলা অনুচ্ছেদ রচনা করো

September 29, 2022

তোমার এলাকায় অনুষ্ঠিত বইমেলা নিয়ে অনুচ্ছেদ রচনা করো। আমার দেখা একটি বইমেলা অনুচ্ছেদ।

শিরোনাম : আমার দেখা বইমেলা

ক’দিন আগেই অনুষ্ঠিত হ’ল আমাদের শহরে – গ্রামীণ বইমেলা। প্রায় একশোর উপর বইয়ের স্টল ছিল। রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত আটদিনের মেলায় যথেষ্ট ভিড় হয়েছিল। প্রচুর বই কেনা-বেচাও হয়। আমি দু’দিন মেলায় ঘুরেছি। কয়েকশো টাকার বইও কিনেছি। বইগুলো পূর্ব পছন্দের নয়। মেলায় নাড়াচাড়া করতে করতে ভালো লেগে গেল তাই কিনলাম। বাড়ি এসে পড়ে বুঝলাম, ঠকিনি। আমার মতো অনেকেই বই নাড়তে চাড়তে গিয়েই কিনেছে এবং পরে প’ড়ে আনন্দ পাবে, উপকৃত হবে।

আধুনিক টেকনোলজির যুগে স্মার্টফোন হাতে পেয়ে অনেকেই বইয়ের প্রয়োজনীয়তা ভুলে যাচ্ছে। কিন্তু বই হ’ল সম্পদ। এর সান্নিধ্য থেকে মানুষ সরে এলে জ্ঞানবিকাশের পথ সংকীর্ণ হয়ে পড়বে। তাই মানুষের বইপ্রীতি বজায় রাখা দরকার; আর সেজন্য বই মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে হবে। আর এই কাজটা করতেই গ্রামীণ বইমেলা খুবই আবশ্যক।

Tags-বই মেলা অনুচ্ছেদ রচনা class 7 class 3 

Share Post :

Leave a Comment