StudyMamu

দূরদর্শনে ধারাবাহিক ছবির প্রতি মানুষের অত্যধিক আগ্রহ নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো

September 30, 2022

দূরদর্শনে ধারাবাহিক ছবির প্রতি মানুষের অত্যধিক আগ্রহ নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।

শিরোনাম : দূরদর্শনে ধারাবাহিক এবং আজকের মানুষ।

আজকের মানুষের হরেক রকম বিনোদনের একটি হ’ল টিভি ধারাবাহিক দেখা। প্রায় সব পরিবারেই এখন টিভি আছে এবং পরিবারের অনেকেরই সময় কাটে টিভিতে সিরিয়াল দেখে।

বিভিন্ন চ্যানেলে বহু সিরিয়াল এখন দেখানো হয়। যেটা যার ভালো লাগে, সে সেটা দেখে। তবে স্টার জলসা আর জি বাংলা চ্যানেলে আকর্ষণীয় কিছু সিরিয়াল দেখানো হয়। অনেকেই সিরিয়াল দেখতে দেখতে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং দরকারী কাজ ফেলে রেখেও সিরিয়াল দেখতে বসে। বাড়িতে অতিথি আসলেও সিরিয়াল দেখা থেকে চোখ ফিরিয়ে অতিথির প্রতি মনোযোগী হতে পারে না। সিরিয়াল দেখে কেউ আনন্দ পেলে দোষের কিছু নেই। কিন্তু কেউ যদি নেশাগ্রস্ত হয়, কাজের, পড়াশোনার ক্ষতি করে সিরিয়াল দেখে সময় কাটায়, সেটা কখনো ভালো হতে পারে না। এতে অনেক ছাত্র-ছাত্রীর ক্ষতি হয়।

তাছাড়া, যে সব বিষয় ধারাবাহিকগুলিতে দেখানো হয়, তাতে মানুষ ভালোর থেকে মন্দ বিষয়গুলির প্রতিও অকৃষ্ট হয়ে পড়তে পারে। পরকীয়া প্রেম, ষড়যন্ত্র, মানুষের সর্বনাশ সাধনের প্রকৃতি, অপরাধ মূলক কর্মকাণ্ড এত বেশি দেখানো হয় যে দর্শকগণ প্রভাবিত হতেও পারেন। হলে সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক হয়।

Share Post :

Leave a Comment