StudyMamu

কনফুসিয়াস কে ছিলেন

October 11, 2022

কনফুসিয়াস কে ছিলেন ? 

উঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠ-পঞ্চম শতাব্দীর এক বিখ্যাত চিনা দার্শনিক ও রাষ্ট্রনীতিবিদ ছিলেন কনফুসিয়াসকনফুসিয়াস ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনের নৈতিকতা, সঠিক সামাজিক সম্পর্ক, সততা, ন্যায় বিচার প্রভৃতি উপরে নিজের মতামত প্রচার করেছিলেন। তার মতবাদ কনফুসিয়বাদ নামে পরিচিত। চিনের মানুষের নৈতিক জীবন পরিচর্যার ক্ষেত্রে কনফুসিয়াস সবথেকে প্রভাবশালী ব্যক্তি হিসাবে গৃহীত হন।

Share Post :

Leave a Comment