স্ত্রীধন কাকে বলে। স্ত্রীধন বলতে কী বোঝো। স্ত্রীধন কী?
স্ত্রীধন শব্দের অভিধানিক অর্থ বিবাহিত মহিলার সম্পদ ও সম্পত্তি। সাধারণভাবে, স্ত্রীধন বলতে বোঝায় বিয়ের সময় মেয়েরা টাকা,গহনা এবং অলংকার পিতা-মাতার কাজ থেকে পেয়ে থাকত। পিতা-মাতার কাজ থেকে প্রাপ্ত অলংকারকে স্ত্রীধন বলা হয়। তবে বিবাহের পরবর্তীকালে স্ত্রী তার স্বামীর কাছ থেকে জমি,গহনা, অলংকার,অর্থ লাভ করতেন। বিবাহের পর প্রাপ্ত সম্পদ ও সম্পত্তি স্ত্রীধন নামে পরিচিত ছিল। আইনতভাবে বিবাহের পরবর্তীকালে স্ত্রীধন এ মেয়ের অধিকার থাকতো সম্পূর্ণভাবে। অর্থাৎ বিবাহের পূর্বে পিতা-মাতার কাজ থেকে প্রাপ্ত অলংকার এবং পরবর্তীকালে স্বামীর কাছ থেকে প্রাপ্ত সম্পদ ও সম্পত্তি উভয় স্ত্রীধন নামে পরিচিত ছিল।