StudyMamu

বহুধা মাধ্যম কাকে বলে কত প্রকার ও কি কি

October 19, 2022

বহুধা মাধ্যমের সংজ্ঞা ও প্রকারভেদ উল্লেখ কর।

বহুধা মাধ্যম কাকে বলে কত প্রকার ও কি কি।

বহুধা মাধ্যমের সংজ্ঞা:

বহুধা মাধ্যম কাকে বলে: গলব্রেথ এর মতে বহুধা মাধ্যম হল দুই বা ততোধিক যোগাযোগ মাধ্যমের একটি যন্ত্রের সমন্বয় যা ব্যবহারকারী সাধারণত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকেন। শিক্ষাবিদ Krzmol উপরোক্ত সংজ্ঞাকে সংশোধন করে বলেছেন যে, সাহায্যেই যখন বিভিন্ন মাধ্যমের সমন্বয় করা হয় তখন সেই যন্ত্রটিই হল বহুধা মাধ্যম।

উপরোক্ত সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে কম্পিউটারই হল বহুধা মাধ্যমের প্রধান উপাদান।

বহুধা মাধ্যমের প্রকারভেদ :

সময়ের সঙ্গে সঙ্গে মাল্টিমিডিয়া বা বহুধা মাধ্যম প্রযুক্তির প্রভূত উন্নতি ঘটেছে। এই উন্নয়নকে বিশ্লেষণ করলে মাল্টিমিডিয়ার প্রযুক্তিতে বহুধা মাধ্যমের প্রকারভেদ প্রধানত ৩টি ভাগ দেখতে পাওয়া যায়, এগুলি হল—

  • বহুধা মাধ্যম ৩ প্রকার।

  1. সরল রৈখিক বহুধা মাধ্যম।
  2. হাইপার মিডিয়া।
  3. ক্রিয়া-প্রতিক্রিয়াধর্মী বহুধা মাধ্যম।

সরলরৈখিক বহুমাধ্যম:

বহুধা মাধ্যম জগৎ শুরুর প্রথম দিকে বহুধা মাধ্যম কার্যাবলি ও ফলাফল ছিল সরলরৈখিক। টেক্সট, ছবি বা চলমান ছবিকে নিয়ন্ত্রণ করার তেমন সুবিধা ছিল না। টেলিভিশনকে সরলরৈখিক বহুধা মাধ্যমের উদাহরণ হিসাবে গণ্য করা যেতে পারে। কারণ টেলিভিশনের ছবি বা কোনো দৃশ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা দর্শকের হাতে নেই।

হাইপার মিডিয়া:

ওয়েবসাইটে তথ্য নির্বাচনের সুবিধার্থে ইন্টারনেটে তথ্যগুলি বিশেষভাবে উপস্থাপন করা হয়। ওইসব তথ্যগুলি বিশেষভাবে চিহ্নিত করা থাকে যাতে ওইগুলি নির্বাচন করলেই কাঙ্খিত তথ্যে পৌঁছোনো যায়। এই ধরনের সংযোগের বিষয়টিকে বলা হয় হাইপার মিডিয়া।

ক্রিয়া-প্রতিক্রিয়াধর্মী মিডিয়া:

এ ধরনের বহুধা মাধ্যম বর্তমানে জনপ্রিয়। এ ধরনের বহুধা মাধ্যমে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে সর্বাধিক। কোনো ছবি, চলমান চিত্র বা শব্দ তিনি ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রণ করতে পারেন। কম্পিউটার ওই ধরনের মাধ্যমের উৎকৃষ্ট উদাহরণ।

Share Post :

Leave a Comment