StudyMamu

যোগাযোগের প্রতিবন্ধক অপসারণের উপায় সমূহ‌গুলি কী কী

October 20, 2022

যোগাযোগের প্রতিবন্ধক অপসারণের উপায়সমূহগুলি কী কী।

যোগাযোগের প্রতিবন্ধক অপসারণের উপায়সমূহগুলি : প্রতিবন্ধকগুলি সম্পূর্ণ পরিহার করা যায় না, নিম্নলিখিত ভাবে যতদূর সম্ভব কমানো যায় :

1. প্রাঞ্জলতা ও যোগাযোগ:

প্রাঞ্জলতা ও যোগাযোগ প্রক্রিয়াতে পারস্পরিক বোধগম্য ও দ্ব্যর্থহীন শব্দ ব্যবহার করতে হবে।

2. যথোপযুক্ততা:

সময় ও চ্যানেল যথোপযুক্ত হতে হবে।

3. মনোযোগ ঃ

যোগাযোগ বার্তা গ্রাহকের মনোযোগ আকর্ষণের উপযোগী হবে।

4. বিশিষ্টতা:

যোগাযোগ নির্দিষ্ট আকারে এবং নির্দিষ্ট বিষয় অবলম্বনে হবে।

5. বিশ্বাসযোগ্যতা:

যোগাযোগের বিষয়বস্তু অবশ্যই বিশ্বাসযোগ্য হবে। প্রেরক অবশ্যই এ ব্যাপারে সচেষ্ট হবেন।

6. ধারাবাহিকতা:

প্রেরক-প্রাপক প্রতিসংকেত প্রেরক। এই প্রতিসংকেত অনবরত চলবে সর্পিল অভিসারী মডেল অনুযায়ী।

7. উদ্দেশ্য ও কর্মসূচী :

উদ্দেশ্য ও কর্মসূচী ছোটো ছোটো, নিখুঁত ও কার্যকরী করে গড়ে তুলতে হবে।

৪. প্রেষণা সৃষ্টি ঃ

বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অবিরত প্রেষণা সঞ্চার ঠিক রাখতে হবে। 

9. অনুসরণ:

প্রতিটি বার্তা প্রেরণ ও গ্রহণের ফলাফল অবিরত নজর রাখতে হবে এবং পরবর্তী কর্মসূচির সেই অনুযায়ী পরিবর্তন করা হবে।

10. যোগাযোগের চ্যানেল:

চ্যানেল যতদূর সম্ভব প্রত্যক্ষ ও হ্রস্ব হবে এবংতা সহজে পরিবর্তন যোগ্য হবে।

Share Post :

Leave a Comment