StudyMamu

শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য

November 6, 2022

শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য।

Q- শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য। শিক্ষামূলক নির্দেশনা ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য। 

শিক্ষামূলক নির্দেশনা বৃত্তিমূলক নির্দেশনা
1) ব্যক্তির সার্বিক পরিপূর্ণ বিকাশ সাধনের ধারাকে বিকশিত করা শিক্ষায় এখানে অন্যতম আলোচ্য বিষয়। 1) ব্যক্তিকে আগ্রহ প্রবনতা অনুসারে পেশা নির্বাচনে সহায়তা করে যার মাধ্যমে সে পেশাগত সন্তুষ্টি ভোগ করতে পারে এখানে বৃত্তি নির্বাচন এবং বৃত্তি গ্রহণই হলো প্রধান।
2) একক এবং দলগত নির্দেশনা প্রদর্শিত হল একক নির্দেশনা অধিক ব্যবহৃত হয়। 2) এক্ষেত্রে দলগত নির্দেশনা অধিক ব্যবহৃত হয় একক নির্দেশনার তুলনায়।
3) শিক্ষামূলক নির্দেশনা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 3) বৃত্তি নির্বাচনের সময়ই এরূপ নির্দেশনা ভূমিকা লক্ষ্য করা যায়।
4) ব্যক্তি জীবনে শিক্ষামূলক নির্দেশনার ক্ষেত্র অনেক বড় । 4) ব্যক্তি জীবনে বৃত্তি নির্দেশনার ক্ষেত্র তুলনামূলক ভাবে ছোট।
5) সাধারণত শিক্ষকই এখানে নির্দেশদাতার ভূমিকা পালন করে থাকেন। অন্যদের ভূমিকা গৌণ। 5) বিশেষজ্ঞ ব্যক্তি বা কেরিয়ার মাস্টারের ভূমিকা প্রধান।
6) শিক্ষামূলক নির্দেশনা তথ্য সংগ্রহ ও পরিবেশন প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ। 6) বৃত্তিমূলক নির্দেশনার তথ্য সংগ্রহ ও পরিবেশন প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া।
7) শিক্ষা নির্দেশনার প্রধানত বুদ্ধি পারদর্শিতার অভিজ্ঞা দুর্বলতা নির্ণায়ক অভিজ্ঞা বেশি ব্যবহৃত হয়। 7) এই প্রকার নির্দেশনা সাধারণত প্রবণতা,আগ্রহ, ব্যাপ্তি সম্ভাবনা অভিজ্ঞার অধিক গুরুত্বপূর্ণ পায়।
8) ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনা পরিপূর্ণতায় শিক্ষামূলক নির্দেশনা মূল লক্ষ্য। 8) বৃত্তি নির্দেশনার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির উপযুক্ত বৃত্তি নির্বাচন ও বৃত্তি জীবনে সফল সংগতি বিধান করা।
Share Post :

Leave a Comment