StudyMamu

সপ্তাঙ্গ তত্ত্ব কী

November 26, 2022

সপ্তাঙ্গ তত্ত্ব কী?

Q- সপ্তাঙ্গ তত্ত্ব কি অথবা, সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কী বোঝায়।

কৌটিল্যের অর্থশাস্ত্রের হিন্দু রাষ্ট্রব্যবস্থার মূলনীতি বর্ণনা করা হয়েছিল। বলা হয়, হিন্দুরা রাষ্ট্রকে একটি অবয়ব হিসেবে দেখত। এই অবয়বের সাতটি অঙ্গ ছিল 

  1. স্বামী (সর্বোচ্চ শাসক) 
  2. অমাত্য (মন্ত্রী)
  3. পুব (নগর)
  4. রাষ্ট্র (গ্রামাঞ্চল)
  5. কোষ (কোষাগার)
  6. দণ্ড ( শাস্তি বিধায়ক)
  7. মিত্র।

এগুলি একত্রে সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত ছিল।

Share Post :

Leave a Comment