StudyMamu

মন্ডল তত্ত্ব কি

December 8, 2022

মন্ডল তত্ত্ব বলতে কি বোঝ?

Q – মন্ডল তত্ত্ব কি। মন্ডল তত্ত্ব কাকে বলে।

> অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য মন্ডল তত্ত্বের প্রবক্তা। এতে বলা হয়েছে, প্রতিবেশি রাষ্ট্রের রাজারা প্রকৃতিগত ভাবে শত্রু হয়ে দাঁড়ায়। কৌটিল্যের মতে, কোনো এক রাজার প্রতিবেশির প্রতিবেশি রাজা সেই রাজার মিত্র প্রত্যেক বুদ্ধিমান রাজারই উচিত প্রতিবেশি রাজ্যের সাথে জোটবদ্ধ হয়ে কাছের প্রতিবেশি রাজ্যকে ঘিরে ফেলা, যাকে ‘মন্ডলীকরণ’ বলা হয়। এর ফলে রাজ্যের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে।

Share Post :

Leave a Comment