মনা ও নিষ্ক কী। মনা ও নিষ্ক কাকে বলে।
ঋকবেদে ‘মনা’ও ‘নিষ্ক’ নামে একপ্রকার মুদ্রার উল্লেখ আছে। এগুলি ছিল স্বর্ণমুদ্রা। তবে অনেকে মনে করেন, ‘মনা’ ছিল প্রাচীন ব্যবিলনের মুদ্রা বা ওজনের মাপ। নিস্ক ও মনা ঋকবৈদিক যুগের মুদ্রা।
বৈদিক ও পরবর্তী বৈদিক সাহিত্যে ‘নিষ্ক’ নামে মুদ্রার উল্লেখ থাকলেও সম্ভবত তা নিত্য ব্যবহারের জন্য ব্যবহৃত হত না। নিষ্কের সংখ্যাও ছিল কম। অনেকে মনে করেন, ঋকবেদে উল্লেখিত ‘নিষ্ক’ প্রকৃতপক্ষে ছিল আর্যদের গলায় ব্যবহৃত স্বর্ণালঙ্কার। রাখালদাস বন্দ্যোপাধ্যায় মনে করেন, ‘নিষ্ক’ ক্রমশ ওজনের মাপ থেকে মুদ্রায় পরিণত হয়। মনুস্মৃতি অনুসারে ৩২০ রতি সোনাতে এক‘নিষ্ক’।