মার্শাল পরিকল্পনা কি অথবা, মার্শাল প্ল্যান বলতে কী বোঝ?
![]() |
Marshall Plan |
অর্থনৈতিক দুরাবস্থার সুযোগ যাতে পশ্চিম ইউরোপে সাম্যবাদের প্রভাব বিস্তৃত না হয় সে-কারণে এই অঞ্চলের পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি. মার্শাল ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন মার্কিন সাহায্যের মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন। তার এই প্রস্তাব মার্শাল পরিকল্পনা বা মার্শাল প্ল্যান নামে পরিচিত। মার্শাল পরিকল্পনা ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন গৃহীত হয় । মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ‘একই আখরোটের দুইটি ভাগ’ হিসাবে মার্শাল পরিকল্পনাকে অভিহিত করেছিলেন। মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপের রাষ্ট্রগুলিকে অর্থসাহায্য করার মার্কিন পরিকল্পনাকে তৎকালীন রুশ বিদেশমন্ত্রী মলোটভ ‘ডলার সাম্রাজ্যবাদ’ হিসাবে অভিহিত করেছিলেন।
tlover tonet
You got a very fantastic website, Glad I found it through yahoo.