StudyMamu

CAL বলতে কী বোঝায়

March 26, 2023

CAL বলতে কী বোঝায় / CAL কাকে বলে।

cal কথাটির পুরো নাম হলো – Computer Assisted Learning। CAL (ক্যাল) বলতে বোঝায়, কম্পিউটার সহযোগী শিখনকে। শিক্ষক যখন ব্যক্তিগত কৌশল বা পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদাপূরণে ব্যর্থ হন কিংবা বিশাল পাঠ্যক্রমের অভিজ্ঞতা যখন শিক্ষার্থীর পক্ষে অর্জন করা অসুবিধাজনক হয়, তখন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারকে যেভাবে প্রয়োগ বা ব্যবহার করা হয়, তাকেই বলে CAL বা কম্পিউটার সহযোগী শিখন (Computer Assisted Learning)। শিক্ষার্থীরা Computer-এর সাহায্যে ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যসংগ্রহ করে সহজভাবে শিখতে পারে। এর মূল নীতি হল, অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীদের জ্ঞান বাড়িয়ে তোলা।

Share Post :

Leave a Comment