StudyMamu

শকাব্দ কী / শকাব্দ বলতে কী বোঝ

April 17, 2023

শকাব্দ কী অথবা শকাব্দ বলতে কী বোঝ।

শকাব্দ হল একটি অতি পরিচিত ভারতীয় সম্বৎ। স্বাধীন ভারত সরকার শকাব্দ অনুযায়ী সরকারি তারিখ ধার্য করেন। কুষাণ সম্রাট প্রথম কণিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে এই সম্বৎ প্রচলন করেন যা ‘শকাব্দ’ নামে পরিচিত হয়। শক-ক্ষত্রপগণ এই সম্বৎ ব্যবহার করতেন। এসম্পর্কে আরো নানা প্রকার মতামত প্রচলিত আছে। র‍্যাপসনের মতে, কনিষ্কের অব্দটি পশ্চিম-ভারতে শক-ক্ষত্রপরা দীর্ঘকাল ধরে একনাগাড়ে ব্যবহার করায় এটি শকাব্দ নামে পরিচিত হয়।

Share Post :

Leave a Comment