StudyMamu

নিরঙ্কুশ রাজতন্ত্রের বৈশিষ্ট্য

February 19, 2022

ইউরোপের নিরঙ্কুশ রাজতন্ত্রের বৈশিষ্ট্য।নিরঙ্কুশ রাজতন্ত্রের বৈশিষ্ট্য।


  ধ্যযুগীয় ইউরোপে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি ছিল সামন্ততান্ত্রিক ধীরে ধীরে এই ব্যবস্থার অবসান ঘটে এবং তার স্থান অধিকার করে নিরঙ্কুশ রাজতন্ত্র। ফ্রান্স,স্পেন,ইংল্যান্ডের,  মতো ইউরোপের বৃহৎ শক্তিবর্গের গুলিতে এরূপ রাজতন্ত্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়।

নিরঙ্কুশ রাষ্ট্রে রাজা ছিলেন প্রকৃত সার্বভৌম শাসক। রাষ্ট্রের প্রশাসনিক বিচার বিভাগীয় ও সামরিক সকল বিষয়ের ওপর তার একচেটিয়া অধিকার ছিল। রাজা ছিলেন আইনের ঊর্ধ্বে। মানুষ সৃষ্ট আইন তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। একমাত্র প্রাকৃতিক ও দৈব আইনের ধারায় তিনি নিয়ন্ত্রিত ছিলেন। প্রবল প্রতাপশালী চার্জ এর বিরোধিতা করার ক্ষমতাও রাজার ছিল।

নিরঙ্কুশ রাষ্ট্রে আমলাতন্ত্র ছিল রাজা ও    রাষ্ট্রের অন্যতম সহায়ক হাতিয়ার। আমলাতান্ত্রিক ব্যবস্থাটি ছিল সম্পূর্ণ রাজার ইচ্ছার উপর নির্ভরশীল। রাজাই আমলাদের নিয়োগ প্রদান ও বেতন প্রদান করতেন। রাজার আদেশ ইচ্ছা নীতি সমূহ কে বাস্তবায়িত করাই ছিল এদের অন্যতম কর্তব্য। সাধারণত ধর্মীয় অভিজাত সম্প্রদায়ের মধ্যে থেকেই এরা নিযুক্ত হতেন। আমলাদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু বছর অন্তর অন্তর এদের বদলি করা হতো।

নিরঙ্কুশ রাজতন্ত্র এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্থায়ী বেতন ভুক সেনাবাহিনীর অবস্থান। এই সৈন্যবাহিনী ছিল রাজকীয় কর্তৃত্বাধীন এবং ভারত ও উন্নত মানের আগ্নেয়াস্ত্র সজ্জিত। দেশীয় ছাড়াও ভাড়াটে সৈন্য বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্র বারাজার বেতনভোগী হওয়ায় এরা রাজা বারাসাতের অন্তর্গত ছিল। এই বাহিনীর দ্বারা শাসকরা অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন এবং যুদ্ধের মাধ্যমে দেশের আয়তন বৃদ্ধি করবেন।

নিরঙ্কুশ রাষ্ট্রের যুদ্ধ ছিল অপরিহার্য অঙ্গ পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। বিশাল সামরিক বাহিনীর বিপুল আগ্নেয়াস্ত্র কর্মচারীদের বেতন প্রভৃতি খাতে প্রচুর অর্থের প্রয়োজন হতো। সেই সাথে ছিল জাঁকজমকপূর্ণ রাজপ্রসাদ রাজসভা শিল্প স্থাপত্য সৃষ্টি। এই ব্যয় নির্বাহের জন্য রাজারা জনগণের ওপর বিভিন্ন কর ধার্য করেন যেমন লবণকর ,ধর্মকর ,টাইথ প্রভৃতি ছিল উল্লেখযোগ্য ।

নিরঙ্কুশ রাজতন্ত্র মার্কেন্টাইল অর্থনীতির অনুসরণ করতো আন্তর্জাতিক বাজার তৈরি পণ্য আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ প্রভৃতির কাজের সাথে নিরঙ্কুশ রাজতন্ত্র যুক্ত ছিল রাষ্ট্রের সমৃদ্ধি সাধনই ছিল এই অর্থনীতির প্রধান লক্ষ্য।

নিরঙ্কুশ রাজতন্ত্র রোমান আইন ছিল এক শক্তিশালী হাতিয়ার। কোন চুক্তির শর্ত ছাড়াই রোমান আইন দ্বারা জমিতে ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। রাজার বিশেষ অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। স্পেন ফ্রান্স সর্বত্র রোমান আইনের প্রয়োগ ঘটিয়ে রাজশক্তি সর্বশক্তিমান হয়ে উঠেছিল।

Share Post :

1 Comment

  1. Anonymous

    March 9, 2023

    France er নিরঙ্কুশ রাজতন্ত্র উত্তানের জন্যে কোন কারণ গুলি দায়ী ছিল . Answer acha

Leave a Comment