StudyMamu

শিক্ষাবিজ্ঞান কাকে বলে। শিক্ষাবিজ্ঞান কী

January 10, 2024

শিক্ষাবিজ্ঞান কি / শিক্ষাবিজ্ঞান কাকে বলে।

শিক্ষাবিজ্ঞান
শিক্ষাবিজ্ঞান

শিক্ষা বিজ্ঞান বা ‘Education’ কথাটি লাতিন শব্দ – Educare,Educere,Educatio,এবং Educatum থেকে এসেছে। সাধারণভাবে, শিক্ষাবিজ্ঞান বলতে বোঝায় শিক্ষণ প্রক্রিয়া উন্নতি করার অধ্যয়ন। শিক্ষাবিজ্ঞান হল শিক্ষার একটি প্রক্রিয়া বা অংশ যা শিক্ষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। 

অন্যভাবে বলা যায় যে, শিক্ষাবিজ্ঞান এমন এক প্রক্রিয়া, যার ফলে শিক্ষার্থীদের বিভিন্ন পদ্ধতি অবলম্বনে শিক্ষার্থীর উন্নতি ঘটানো সম্ভব হয়। শিক্ষাবিজ্ঞান শিক্ষার বিভিন্ন ক্ষেত্র নিয়ে গবেষণা করে। এবং কিভাবে ছাত্রদের উপর এই পদ্ধতিগুলি প্রভাব পড়ে তাও গবেষণা করা হয়।

Share Post :

Leave a Comment