অষ্টাঙ্গিক মার্গ কি অথবা, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়
January 18, 2024
অষ্টাঙ্গিক মার্গ কী অথবা, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়।
![]() |
eightfold path of buddhism |
দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য গৌতম বুদ্ধ আটটি পথ বা ‘মার্গ’ অনুসরণের নির্দেশ দিয়েছেন। অনুশীলনের জন্য এই আটটি পথ বৌদ্ধধর্মে ‘অষ্টাঙ্গিক মার্গ’ নামে পরিচিত। কোশাম্বীর মতে, এই অষ্টাঙ্গিক মার্গ সামাজিক কল্যাণসাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মার্গগুলি হল –
- সৎ বাক্য,
- সৎ কাজ,
- সৎ প্রচেষ্টা,
- সৎ বৃত্তি,
- সৎ চিন্তা,
- সৎ চেতনা,
- সৎ সংকল্প,
- সৎ দৃষ্টি বা ‘সম্যক সমাধি’।
FAQ (Frequently Asked Questions)
অষ্টাঙ্গিক মার্গ এর অপর নাম ‘মধ্যপন্থা বা Middle path’
অষ্টাঙ্গিক মার্গ এর অপর নাম কি