StudyMamu

খরগোশ ও কচ্ছপের দৌড়ে কচ্ছপের জিত ও খরগোশের হার থেকে বাস্তব জীবনে কী শিক্ষা নেওয়া উচিত?

December 24, 2023

খরগোশ ও কচ্ছপের দৌড়ে কচ্ছপের জিত ও খরগোশের হার থেকে বাস্তব জীবনে কী শিক্ষা নেওয়া উচিত?

rabbit turtle story
rabbit and turtle

খরগোশ ও কচ্ছপের দৌড়ে কচ্ছপের জিত ও খরগোশের হার থেকে বাস্তব জীবনে আমরা অনেক শিক্ষা নিতে পারি – 

  1. লেগে থাকলে সাফল্য আসবেই। দ্রুত এবং অবিচল ভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায়।
  2. স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়।
  3. অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর।
  4. শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, বুদ্বিদীপ্ত আচরণ ও প্রয়োজন। 
  5. ধীর স্থির ভাবে চলাফেরা ভালো, তবে গতি ও নির্ভরতা বেশী ভালো।
  6. দ্রুততার সাথে যদি ধারাবাহিকতা থাকে তাহলে তা ধীর স্থিরতার থেকে ভাল।
  7. আপনার মুল দক্ষতা ও প্রতিভা জানুন ও সেই অনুযায়ী কাজ করুন।
  8. এবং সর্বপরি নিজেদের মধ্যে দক্ষতা আদান-প্রদান করে উভয় সমাজে জিততে পারে। 
Share Post :

Leave a Comment