StudyMamu

সমুদ্র ঋণ বলতে কী বোঝায়

October 2, 2023

সমুদ্র ঋণ কী / সমুদ্র ঋণ বলতে কী বোঝায়

সমুদ্র ঋণ
সমুদ্র ঋণ

একাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তীকালে ইউরোপের সামুদ্রিক বাণিজ্যে এক বিশেষ ঋণদান প্রথা প্রচলিত ছিল, যা ‘সমুদ্র ঋণ‘ নামে পরিচিত। যেহেতু, ক্যাথলিক ধর্মে সুদের কারবার বা ব্যবসাকে নিষিদ্ধ করা হয়েছিল, তাই এই ব্যবসায় কোনো রণতরী নির্বিঘ্নে দেশে ফিরে এলে তাকে এই সমুদ্র ঋণ শোধ করতে হত। এইভাবে এটি হয়ে ওঠে বীমা ব্যবসা ও ঋণদানের এক মিশ্র পদ্ধতি।

Share Post :

Leave a Comment