StudyMamu

পরামর্শদানের লক্ষ্য বা উদ্দেশ্য

July 13, 2023

পরামর্শদানের লক্ষ্য বা উদ্দেশ্য।

Dunsmoor এবং Miller এর মতে পরামর্শদানের লক্ষ্য বা উদ্দেশ্য গুলি হলো- 
Counselling
পরামর্শদান বা Counselling

  1. ব্যক্তির আগ্রহ, চাহিদা ও ক্ষমতাগুলি চিহ্নিত করা ও সেই অনুযায়ী তাদের বিভিন্ন পেশায় নিয়োজিত হতে সহায়তা করা। ব্যক্তির সমস্যা সমাধানের জন্য তথ্য সরবরাহ করা। সমস্যা সমূহের পরিপ্রেক্ষিতে ফলগুলি কি হতে পারে তার নিকট ব্যাখ্যা করা।
  2. ব্যক্তির সমস্যা সমাধানের জন্য প্রয়েজনীয় তথ্য সরবরাহ করা। ব্যক্তির মধ্যেকার দুর্বলতা ও সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা প্রদান করা।
  3. পরামর্শগ্রহীতাকে তার নিজের সমস্যাসমাধানের জন্য পরিকল্পনা গ্রহণে ও রূপায়ণে সহায়তা করে।
  4. পরামর্শগ্রহীতার সাথে সুসম্পর্ক স্থাপন করা এবং পরামর্শ গ্রহীতার বিশ্বাস ও আস্থা অর্জন করা। পরামর্শ গ্রহীতা হলো শিক্ষার্থীর মত তাই পরামর্শগ্রহীতাকে সহজ ভাষায় বোঝানো।
  5. ব্যক্তির মানসিক ক্ষমতাকে চাঙ্গা করে তোলা। ব্যক্তি যেনো সাধারণ মানসিক ক্ষমতা থেকে বিশেষ মানসিক ক্ষমতা প্রয়োগ করতে পারে।
  6. ব্যক্তির অন্তর্দৃষ্টি জাগরণে সহায়তা করা। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে অমিল কমানো এবং জনশক্তির দক্ষ ব্যবহারে সহায়তা করা।
  7. ব্যক্তিকে লক্ষ্যে পৌঁছোনোর জন্য উৎসাহ দেওয়া। ব্যক্তির আগ্রহ, চাহিদা এবং সামর্থ্যকে প্রাধান্য দিয়ে তাকে সহায়তা করা। 
  8. ব্যক্তিকে আত্ম-সমীক্ষায় সহায়তা করা অর্থাৎ ব্যক্তির নিজের দোষ-ত্রুটি, ভালো-খারাপ গুণগুলিকে বুঝতে সহায়তা করা এবং লক্ষ্য অর্জনে সাহায্য করা।
  9. শিক্ষার্থীদের অপসংগতিমূলক আচরণগুলি সংশোধনে সহায়তা করা। শিক্ষার্থীর অকৃতকার্যতার বিশ্লেষণ করা এবং প্রতিকারে ব্যবস্থা করা। উপযুক্ত শিক্ষাক্রম এবং নির্বাচনে শিক্ষার্থীকে সহায়তা করা।
  10. পরামর্শদানের প্রধানতম লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশে ও পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করা। 
Share Post :

Leave a Comment