StudyMamu

Sapta কী

May 28, 2023

Sapta (সাপটা) কি / Sapta কী in bengali

ঠান্ডা যুদ্ধের অবসানের পর সার্ক দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেষ্ট হয়। ১৯৮০’র দশকে সার্ক জোর দিয়েছিল সামাজিক- সাংস্কৃতিক বিষয়গুলির উপর, ১৯৯০’র দশকে গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক ঐক্যের উপর। ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্কের সপ্তম সম্মেলনে সার্ক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অবাধ বাণিজ্য প্রসারের লক্ষ্য স্বাক্ষরিত হয় SAPTA এটি Sapta বা সাপটা নামে পরিচিত । Sapta এর পুরো নাম হলো South Asian Preferential Trading Agreement । অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পণ্যের উপর শুল্কের বোঝা কমিয়ে মুক্ত বাণিজ্য প্রথা চালু করা হয়। এই উদ্দেশ্যে ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলি চার হাজারেরও অধিক ক্ষেত্রে শুল্ক হ্রাসের কথা ঘোষণা করে।

SAPTA
Sapta (সাপটা)

ভারতের শুল্ক হ্রাসের পরিমাণ সবথেকে বেশী, অন্য রাষ্ট্রগুলিতে পণ্য চলাচলের ক্ষেত্রে ভারত এক হাজারেরও বেশী ক্ষেত্রে শুল্ক হ্রাস করেছে। আন্তঃ সার্ক বাণিজ্যের পাশাপাশি দূরবর্তী দেশ থেকে আমদানি কমিয়ে সদস্য রাষ্ট্রসমূহের বিদেশী মুদ্রা সাশ্রয় করে অর্থনীতিকে চাঙ্গা করাও সাপটা গঠনের মূল উদ্দেশ্য

১৯৯৩ সালে যখন Sapta স্বাক্ষরিত হয়, তখনই ঘোষণা করা হয়েছিল যে SAPTA কে ধীরে ধীরে South Asian Free Trade Area / SAFTA  রূপান্তরিত করা হবে। SAFTA হবে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল। সার্ক রাষ্ট্রগুলির মধ্যে শুল্ক, লাইসেন্স, প্রভৃতির বিধিনিষেধ এড়িয়ে মুক্ত পণ্য চলাচল এবং বাণিজ্যের পরিবেশ সৃষ্টি করাই হবে এর লক্ষ্য।

Share Post :

Leave a Comment