বিশ্বায়নের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। বিশ্বায়ন এর বৈশিষ্ট্য।
বিশ্বায়ন প্রক্রিয়ার অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বায়নের বৈশিষ্ট্য গুলি নিম্নে আলোচনা করা হলো –
প্রথমত : বিশ্বায়ন এর অন্যতম বৈশিষ্ট্য আর্ন্তজাতিক ক্ষেত্রে বাণিজ্যের প্রসার। পণ্য উৎপাদনে বহুজাতিকতা , দ্রুত যোগাযোগ ব্যবস্থা বৈদ্যুতিন মাধ্যম ও যন্ত্রগণকের ব্যাপক বিস্তৃতি ইতিমধ্যেই এই প্রক্রিয়ার অভীষ্ট পরিবর্তন নিয়ে আসছে।
দ্বিতীয়ত : বিভিন্ন অঞ্চলের মধ্যে লোকজনের অভিগমন ও নির্গমন বিশ্বায়ন এর আরেক বৈশিষ্ট্য। বিশিষ্ট সমাজতাত্ত্বিক অ্যান্টনি গিডেন্স বিশ্বায়নকে সংজ্ঞায়িত করেছেন ‘As the intensification of worldwide social relations which link distant localities.’ পরিবেশ পরিচালনায়, শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় একটি বিশ্বব্যাপী সাধারণ প্রয়াস প্রচলিত থাকার কথা বলা হচ্ছে। চিন্তার ক্ষেত্রে পটভূমিকা হবে বিশ্বমাত্রিক যদিও কাজকর্মে স্থানীয় বাস্তবই হবে অবলম্বন।
তৃতীয়ত : বিভিন্ন দেশের মধ্যে টাকাপয়সা ও অন্যান্য বিনিময় মাধ্যমের সঞ্চালন।
চতুর্থত : এক দেশের মূলধন অন্য দেশে বিনিয়োগ করে সেখানে শিল্পদ্রব্য কৃষিজ পণ্য অথবা পরিষেবা পণ্য উৎপাদন করে সেদেশে অথবা অন্য দেশে বিক্রয়ের প্রবাহ জারি রাখাও বিশ্বায়নের বৈশিষ্ট্য।
![]() |
বিশ্বায়ন এর বৈশিষ্ট্য |
পঞ্চমত : এক দেশ থেকে অন্য দেশে মহাজনী মূলধনের আদান প্রদান। বিশ্বায়নের ফলে ব্যক্তিজীবনের স্বাধীনতা ও উদ্যোগের প্রসার ঘটবে, প্রশাসনিক জড়তা ও অস্পষ্টতা দূর হয়ে স্পষ্টতা সৃষ্টি হবে, একদেশের উন্নয়নের সুফল অন্যদেশ ভোগ করবে।
ষষ্ঠত : বহুজাতিক অথবা অতিজাতিক বাণিজ্য সংস্থার বাণিজ্য বিনিয়োগ ও উৎপাদনের উপর প্রভাব বিস্তার করা। বিশ্বায়নের স্বপক্ষে যুক্তি দিয়ে বলা হচ্ছে যে রাজনৈতিক ভূগোল দেশে দেশে, সমাজে সমাজে যে সীমানাবদ্ধ পার্থক্য রচনা করেছে বিশ্বায়ন তার অবলুপ্তি চায়। চাই সীমানাবিহীন বিশ্ব এবং সেই বিশ্বব্যাপী বাজর।
সপ্তমত : বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তির আদান প্রদান। সমগ্র পৃথিবীর সম্পদ বৃহত্তর মাত্রায় ও সুবিবেচনার সঙ্গে ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং বাজারের বিস্তারের সঙ্গে সঙ্গে সব দেশেই কম বেশী রুজিরোজগারের সুযোগ বাড়বে।
অষ্টমত : আর্ন্তজাতিক তথ্য মাধ্যমের বিস্তার এবং বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের উপর বৈদ্যুতিক প্রযুক্তি প্রয়োগের ফল। বিশ্বায়ন বিতর্কে মজার দিক হল এই যে একদল বলছেন যে বিশ্বায়ন বিশ্বের পক্ষে মঙ্গলময় এবং এর প্রয়োজন আছে। অন্যদলের দাবি বিশ্বায়ন ধনিক শ্রেণির স্বার্থাবাহী সুতরাং ক্ষতিকারক।