StudyMamu

Site is under construction some pages not work properly. Please bear with us.

বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোন 4টি নীতি লেখ

বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোন 4টি নীতি লেখ।

Q- বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোন 4টি নীতি লেখ। অথবা, বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোন ৪ টি নীতি বা পদক্ষেপ লেখ।

(1) বসুন্ধরা সম্মেলন হয়েছিল ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও – তে । বসুন্ধরা সম্মেলনে গৃহীত নীতি গুলির মধ্যে অন্যতম ছিল পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। দেশের বর্তমান ও আগামী প্রজন্মের চাহিদা পূরণের কথা মাথায় রেখে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে। রাষ্ট্রপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন এবং দেশের পরিবেশ নীতি অনুসারে কোনো দেশের প্রাকৃতিক সম্পদের ব্যবহারের সমস্ত অধিকার সেই রাষ্ট্র তথা দেশের কাছেই থাকবে। তবে এ বিষয়ে লক্ষ রাখতে হবে যে কোনো দেশের অভ্যন্তরীন ক্রিয়াকলাপের জন্য দেশের বাইরে প্রতিবেশী দেশ বা অঞ্চল যেন ক্ষতিগ্রস্ত না।

(2) বিশ্বের সমস্ত দেশগুলিকে সহযোগিতার মনোভাব নিয়ে পরিবেশের উন্নতি ও সুরক্ষার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিচার করতে হবে। বিশেষ পরিস্থিতিতে উন্নয়নশীল ও অপেক্ষাকৃত কম উন্নত দেশগুলির ক্ষেত্রে এবং যেসব দেশের পরিবেশ সংকটজনক, তাদের ক্ষেত্রে তাদের সমস্যা সমাধানের দিকে বিশেষ নজর দিতে হবে।

বসুন্ধরা সম্মেলন

(3) পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের জন্য বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। রাষ্ট্রকে এই বিষয়ে যথেষ্ট মানসচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশের মান রক্ষা এবং উন্নয়ন বিষয়ে বিভিন্ন ব্যবস্থাপনার লক্ষ্য স্থির করা সেই বিষয়ে আইন প্রণয়ন, সীমা নির্ধারণ ইত্যাদি দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তবে প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রে এই নিয়মনীতি কার্যকরী নাও হতে পারে।

(4) আদিবাসী মানুষ ও তাদের সম্প্রদায় দেশের উন্নয়নে ও পরিবেশগত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তারা তাদের বিভিন্ন প্রাচীন প্রথা ও সংস্কৃতি দ্বারা পরিবেশকে রক্ষা করে, যা বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকরী হয়। তাই রাষ্ট্রের উচিত এইসব সম্প্রদায়গুলিকে রক্ষা করা এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে এদের অংশগ্রহণে উৎসাহিত করা।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *