আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের দুর্বলতা
- বেশির ভাগ চীনা পন্ডিতেরা ছিলেন রক্ষণশীল, বৈদেশিক বিষয় এবং পাশ্চাত্যের ধাঁচে আধুনিকীকরণকে তারা নোংরা, অশালীন এবং মর্যাদাহানিকর মনে করতেন। রক্ষণশীল গোষ্ঠীর আধুনিকতার প্রতি এই বিরুদ্ধ মনোভাবের দরুন আত্মশক্তি বৃদ্ধির পরিসর সীমিত হয়ে যায়।
- সরকারী কর্মচারীরা স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। ফলে অবস্থার অবনতি ঘটেছিল।
- ব্যক্তিগত উদ্যোগের অভাব এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ আত্মশক্তি বৃদ্ধির আন্দোলনের অন্যতম দুর্বলতা ছিল।
- ব্যক্তিগত উদ্যোগপতি এবং সরকারী আধিকারিকদের বিরোধের মধ্যস্থতা করতে গিয়ে একটি নতুন গোষ্ঠীর উদয় হয় যাদের পদমর্যাদা ছিল আধা সরকারী এবং আধাবণিক গোছের।
- বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অযোগ্য সরকারী কর্মচারীরা নেওয়ার ফলে সংস্থার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। Merchants’ Steamship Navigation Company -র মত লাভজনক সংস্থার অর্থ রুগ্ন শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সবচেয়ে মৌলিক বিষয় হল সরকারী আধিকারিকরা সংস্থার বাণিজ্যিক লাভের বিষয়ে একেবারেই উদ্বিগ্ন ছিলেন না।
- চ্যাং চিতুং উ-হানে (Wuhan) স্টীল কারখানা গড়ে তুলেছিলেন যাতে সেটাকে তাঁর চোখে চোখে রাখতে পারেন। কিন্তু তিনি কাঁচামালের উৎস থেকে কারখানার বিশাল দূরত্বের বিষয়টি গ্রাহ্য করেন নি। এর ফলে পরিবহনের খরচ যুক্ত হয়ে স্টীলের মূল্য দ্বিগুণ হয়ে যায় এবং লাভের পরিমাণ কমে যায়।
- চীনের পরিকাঠামোগত অসম্পূর্ণতা ছিল আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের দুর্বলতা তেমনি চীনাদের সামাজিক ও মনস্তাত্ত্বিক নিস্ক্রিয়তা, রক্ষণশীলতা, সীমিত দৃষ্টিভঙ্গী এবং কেন্দ্র ও প্রদেশের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব সমানভাবে দায়ী ছিল।
Anonymous
খুব সুন্দর 👌
Saddam Hossein
Thanking you. Welcome to studymamu.in