StudyMamu

সিসিলি অভিযানের বিরুদ্ধে নিকিয়াসের যুক্তি কী ছিল

December 23, 2022

সিসিলি অভিযানের বিরুদ্ধে নিকিয়াসের যুক্তি কী ছিল?

Q- সিসিলি অভিযানের বিরুদ্ধে নিকিয়াসের যুক্তি কী ছিল?

সিসিলি অভিযানের বিরুদ্ধে নিকিয়াসের মূল যুক্তি ছিল সিসিলি অভিযান অনুরদর্শিতা হবে। এই অভিযানে এথেন্স লাভবান হবে না। কারণ দূর দেশে যুদ্ধে এথেন্সের যতটা লাভ হবে তার চেয়ে বেশি ঝুঁকি তৈরি হবে। করদ রাষ্ট্রে বিরোধ দেখা দিলে স্পার্টা, করিস্থ ও এথেন্সের শত্রুরা এই সুযোগ গ্রহণ করবে। 

Share Post :

Leave a Comment