StudyMamu

ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য

November 6, 2022

ব্যক্তিগত ও দলগত পরামর্শ দানের মধ্যে পার্থক্য।

Q- ব্যক্তিগত ও দলগত পরামর্শ দানের মধ্যে পার্থক্য।
ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য দেখাও।
ব্যক্তিগত পরামর্শদান দলগত পরামর্শদান
1) ব্যক্তিগত পরামর্শ দানের ক্ষেত্রে পরামর্শদাতা ও পরামর্শ গ্রহীতা মুখোমুখি ঘনিষ্ঠ সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে থাকেন। 1) দলগত পরামর্শের ক্ষেত্রে দলের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা বেশি এবং তাদের পারস্পারিক ভাব বিনিময়ই প্রধান।
2) ব্যক্তিকে এককভাবে পরামর্শ দেওয়া হয়। 2) একাধিক ব্যক্তিকে একসঙ্গে পরামর্শ দেওয়া হয়। 
3) সময় ও অর্থের অপচয় তুলনাই বেশি। 3) সময়ে ও অর্থের সাশ্রয় হয়। 
4) ব্যক্তিগত পরামর্শদান সাধারণভাবে প্রতিকার মূলক। 4) দলগত পরামর্শদান সাধারণভাবে প্রতিরোধমূলক।
5) পদ্ধতি হিসেবে প্রত্যক্ষ পরোক্ষ কিংবা ঐচ্ছিক পদ্ধতি ব্যবহার করা হয়।  5) নাটক বক্তৃতা কর্ম সম্মেলন, কর্মজীবন সম্পর্কে আলোচনা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়। 
6) ব্যক্তিগত পরামর্শ দানের সময় পরামর্শদাতা ও গ্রহীতার মধ্যে আস্থা ও ঘনিষ্ঠতার প্রয়োজন হয়। 6) দলগত পরামর্শ দানের সময় দলগত সংহতি সদস্যদের পারস্পরিক বিশ্বাস ও আস্থা গ্রহণযোগ্যতা এগুলি সবই গুরুত্বপূর্ণ। 
7) মনস্তাত্ত্বিক পরামর্শদান অভিজ্ঞ ব্যক্তির দ্বারাই বাঞ্ছনীয়। 7) একজন অভিজ্ঞ শিক্ষকই তা করতে পারেন। 
8) এই প্রকার পরামর্শদানে শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করার সুবিধা আছে এবং পরামর্শদান অনেক গভীরে যেতে পারে। 8) দলের প্রতিটি সদস্যের তথ্য সংগ্রহ করার অবকাশ নেই। এখানে পরামর্শদানের গভীরে যাওয়ার সুযোগ নেই।

Share Post :

Leave a Comment