StudyMamu

প্রত্যক্ষ পরামর্শদান ও অপ্রত্যক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য

November 5, 2022

প্রত্যক্ষ পরামর্শদান ও অপ্রত্যক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য।

Q – প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য।প্রত্যক্ষ পরামর্শদান ও অপ্রত্যক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য।

প্রত্যক্ষ পরামর্শদান অপ্রত্যক্ষ পরামর্শদান
1) পরামর্শদাতা কেন্দ্রিক 1) পরামর্শ গ্রহীতা কেন্দ্রিক।
2) পরামর্শদাতা অপেক্ষা, তার সমস্যার অপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। 2) পরামর্শ গ্রহীতায় গুরুত্বপূর্ণ।
3) এই ধরনের পরামর্শদান কে একটি শিখন প্রক্রিয়া বলা যেতে পারে। পরামর্শদান কে পরামর্শ গ্রহীতা অপেক্ষা সমস্যার প্রকৃতি ও সমাধান সম্পর্কে অধিক অভিজ্ঞ বলে মনে করা হয়। 3) সমস্যার প্রকৃতি কারণ অনুধাবন এবং সমাধানের উপায় সম্পর্কে পরামর্শ গ্রহীতা পরামর্শদাতা অপেক্ষা অধিক উপযুক্ত বলে মনে করা হয়।
4) সমস্যার কারণ অনুসন্ধানে অতীত ইতিহাস রেকর্ড অভিজ্ঞার সাহায্য নেওয়া হয়। 4) অতীত ইতিহাস রেকর্ড অভিজ্ঞা ইত্যাদির সাহায্য অপ্রয়োজনীয় বলে মনে করা হয়।
5) অবচেতন ও প্রতীকের ধারণার কোনো অবকাশ নেই। 5) অবচেতন মন ও প্রতীকের ধারণা অপরিহার্য।
6) সেল থিওরি ভিত্তিক নয়। 6) সেলস থিওরি ভিত্তিক।
7) সমস্যা নির্দিষ্ট করার পর সমাধানে অগ্রসর হয় 7) কোন নির্দিষ্ট সমস্যা সমাধানের প্রতীক লক্ষ্য রেখে প্রক্রিয়া অগ্রসর হয় না।
8) স্বতঃস্ফূর্ত নয় এবং বৌদ্ধিক পদ্ধতি নির্ভর। 8) স্বতঃস্ফূর্ত এবং অনুভূতি মূলক পদ্ধতি নির্ভর।

Share Post :

Leave a Comment