ডেঙ্গু রোগে করণীয়।
Q- ডেঙ্গু প্রতিরোধে করণীয়। ডেঙ্গু হলে করণীয় কি। ডেঙ্গু রোগের প্রতিকার। dengue jor hole ki koronio.
- ডাক্তারবাবুর পরামর্শ নিন।
- বিশ্রাম নিন। মশারির মধ্যে থাকুন।
- বেশি করে জল ও তরল খাবার খান।
- জ্বর ও ব্যাথা কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যাথা নিরোধক ওষুধ খাবেন না।
- কিছু রক্তপরীক্ষা বার বার করার দরকার হতে পারে। সহযোগিতা করুন।
- ডেঙ্গু জ্বর ছেড়ে যাওয়ার পরের দুই দিন পর্যন্ত রোগাদির জটিলতা দেখা দিতে পারে। সেই সময় পর্যন্ত সাবধানে থাকুন, সর্তক থাকুন।
অধিকাংশ ডেঙ্গু রোগী বাড়িতে বিশ্রামে থেকেই সুস্থ হয়ে যান। কিন্তু নিম্নলিখিত উপসর্গগুলি থাকলে অবশ্যই বাড়ির কাছের হাসপাতালে যেতে হবে।
- শরীরের কোনো জায়গা থেকে আপনাআপনি রক্তপাত হচ্ছে।
- তিন/চার দিন পরেও জ্বর কমেনি।
- দিনে তিন বার বা তার বেশি বমি।
- মাথা ঘুরছে অথবা বেহুঁশ ভাব।
- খুব দুর্বল, বসতে বা দাঁড়াতে পারছে না।
- প্রস্রাব অতি অল্প অথবা ছয় ঘণ্টার বেশি প্রস্রাব হয়নি।
Anonymous
Informative