চারটি আর্যসত্য কী
Q- চারটি আর্যসত্য কী। চতুরার্য সত্য কি। চারটি আর্যসত্য কী কী
বুদ্ধ বলেছেন, নির্বাণ লাভের উপায় হল কামনা, বাসনা, আসক্তি দূর করা। এর জন্য মানুষকে চারটি ‘আর্যসত্য’ উপলব্ধি করতে হবে চারটি আর্যসত্য কী কী ,চারটি আর্যসত্য হলো –
- জগতে দুঃখ আছে,
- কামনা, বাসনা, আসক্তি দুঃখের কারণ,
- কামনা, বাসনার অবসান ঘটলে দুঃখের অবসান ঘটে,
- দুঃখের অবসানের জন্য ‘অষ্টাঙ্গিক মার্গ‘ অনুসরণ করা উচিত।