StudyMamu

ধর্মমহামাত্র কাদের বলা হত

October 12, 2022

ধর্মমহামাত্র কাদের বলা হত। ধর্মমহামাত্র কাদের বলা হয়।

অশোকের আমলে ধর্মের প্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজে নিযুক্ত এক শ্রেণির উচ্চপদস্থ রাজপুরুষ ধর্মমহামাত্র নামে পরিচিত ছিলেন। ধর্মমহামাত্ররা সরাসরি সম্রাটের দ্বারা নিযুক্ত হতেন এবং একমাত্র সম্রাটদের কাছেই দায়বদ্ধ থাকতেন। ধর্মমহামাত্র নামের সাথে ধর্ম কথাটি যুক্ত থাকায় বোঝা যায় ধর্মমহামাত্র এর প্রধান কাজ ছিল বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা।ধর্মমহামাত্র নামক কর্মচারী পদ সম্রাট অশোক প্রথম সৃষ্টি করেন।

মহামাত্র কাদের বলা হত




Share Post :

Leave a Comment