StudyMamu

বৈদিক সাহিত্য কাকে বলে

October 12, 2022

বৈদিক সাহিত্য কাকে বলে। বৈদিক সাহিত্য বলতে কী বোঝো।

বৈদিক যুগে যে সাহিত্য গুলি রচিত হয়েছিল সেগুলিকে বৈদিক সাহিত্য বলা হয়বৈদিক সাহিত্য দুটি ভাগে ভাগ করা হয় বেদ ও বেদঙ্গ। বেদের সংখ্যা চার আবার প্রতিটি বেদ চারটি অংশে বিভক্ত -সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ। অন্যদিকে বেদাঙ্গ ছয় ভাগে বিভক্ত এছাড়া বৈদিক সাহিত্যের মধ্যে আছে সূত্র সাহিত্যের অন্তর্গত শ্রৌত, গৃহ্য, ধর্ম ও শুল্ক সূত্র। 1500-600 খ্রিস্টাব্দের মধ্যে এই সাহিত্য গুলি রচিত হয়েছিল।

Share Post :

Leave a Comment