রেশম পথ বা সিল্ক রুট কী।
প্রশ্ন: রেশম পথ বা সিল্ক রুট কী । সিল্ক রুট বলতে কী বোঝ। রেশম পথ কাকে বলে।
যে স্থলপথের মাধ্যমে রোম ও পশ্চিম এশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য পরিচালিত হতো তাকে বলা হত রেশম পথ বা সিল্ক রুট। রেশম পথ বা সিল্ক রুট বাণিজ্যের অন্যতম প্রধান বস্ত্র ছিল রেশম। তাই এই বাণিজ্যের এইরূপ নামকরণ। মধ্য এশিয়ার তারিম উপত্যকা, তাকলামাকান মরুভূমি,পামির মরুভূমি, আফগানিস্তান ও ইরানের মধ্য দিয়ে এই পদ প্রসারিত ছিল। কুষাণ শাসনকালে এই পথের একটা বড় অংশ এই সাম্রাজ্যের অন্তর্গত ছিল ফলে তখন ভারত বাণিজ্যের জন্য এই পথ ব্যবহার করা হতো।