StudyMamu

দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো

October 12, 2022

দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো। দ্বিতীয় নগরায়ন বলতে তুমি কি বোঝো।

খ্রিস্ট-পূর্ব ষষ্ঠ শতকে কৃষির উন্নতি, কারিগরি শিল্পের বিকাশ, বাণিজ্যের প্রসার, সম্প্রসারণশীল রাজশক্তির উদ্বৃত্ত উৎপাদনের জন্য তাগিদ প্রভৃতি কারণে শিল্প, বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে চম্পা, রাজগীর, শ্রাবস্তী, বারাণসী, কোশাম্বী ইত্যাদি নতুন নতুন নগরের আবির্ভাব ঘটে। ঐতিহাসিকরা এই পর্বকে ভারতে ‘দ্বিতীয় নগরায়ন‘ (দ্বিতীয় নগর বিপ্লব) হয়েছিল বলে মনে করেন।

Share Post :

Leave a Comment