অরহট্টঘটিকম্ কী।
প্রঃ অরহট্টঘটিকম্ কী ? অথবা অরহট্টঘটিকম্ বলতে কী বোঝো।
উঃ হাল রচিত ‘গাথা সপ্তশতী’ গ্রন্থে একটি সেচের জল সরবরাহ করার যন্ত্রের উল্লেখ আছে। এটি অরহট্টঘটিকম্ নামে পরিচিত। অরহট্টঘটিকম্ যন্ত্রটি চক্রাকার, এর গায়ে ঘটিকা (ঘটি) বসানো থাকত। বড় কোনো কুপ বা জলাশয়ের মধ্যে যন্ত্রটি স্থাপন করে চক্রাকারে ঘোরালে নীচের ঘটিগুলিতে জল সঞ্চিত হত এবং ক্রমশ ঘুরস্ত ঢাকার সঙ্গে উপরে উঠে জল জমিতে এসে পড়ত। এই যন্ত্রটি প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থার একটি অভিনব নিদর্শন, যা আধুনিককালেও ব্যবহৃত হয়ে আসছে।