StudyMamu

মোবাইল ফোনের ভালো মন্দ ব্যবহার নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো

September 28, 2022

স্মার্ট ফোনের ব্যবহার বাহুল্য নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।মোবাইল ফোন রচনা।মোবাইল ফোনের ভালো মন্দ রচনা।

শিরোনাম : স্মার্টফোনের ভালো-মন্দ

আধুনিক টেকনোলজির যুগে সব থেকে জনপ্রিয় এবং আদরণীয় বস্তুটির নাম স্মার্ট ফোন বা মোবাইল ফোন। একটা ছোট্ট স্মার্টফোন(মোবাইল ফোন) হাতে থাকলে কত কিছুই যেন হাতের নাগালে থাকে। ঘড়ি, ক্যামেরা, ক্যালকুলেটার, রেডিও, টিভি, সংবাদপত্র, বইপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট—আরো কত কি! এতে মানুষের অনেক উপকার যে হয়, তা বলাই বাহুল্য। তবে এতে এমন কিছুও আছে, যার সাহায্য নিয়ে যুবক-যুবতীরা ভুল পথেও চালিত হয়। কেউ কেউ ফেসবুকে, হোয়াটস্ অ্যাপে ব্লু-টুতে নেশগ্রস্থ হয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। অন্য কাজে মন দিতে পারে না। পড়াশোনায় মন দেয় না, অন্য কোনো কাজে উৎসাহ বোধ করে না, পথে চলতে চলতে ফেসবুকে ছবি দেখে, তাতে দুর্ঘটনা ঘটে।

কত ছেলে মেয়ে দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করেছে। তাছাড়া বুকের কাছে, মস্তিষ্কের কাছে স্মার্টফোন চালু অবস্থায় বেশীক্ষণ রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তবু অনেক ছেলে-মেয়েই ঘন্টার পর ঘন্টা মোবাইল চালু অবস্থায় কানে নিয়ে কথা বলে। এদের শরীরের তো ক্ষতি হয়। কাজেই, স্মার্টফোন একদিকে যেমন মানুষের অনেক উপকারে এসেছে, তেমনি আবার ক্ষতি সাধনও করছে। যদি সংযত হয়ে– নেশাগ্রস্ত না হয়ে স্মার্টফোনের উপকারিতা গ্রহণ করতে পারি তবে স্মার্টফোন খুবই ভালো। আর যদি নেশাগ্রস্ত হয়ে কুরুচিপূর্ণ ছবি দেখেই কেউ সময় কাটায়, তবে তার পক্ষে এ জিনিস মন্দ।

Leave a Comment