StudyMamu

বন্যা দুর্গতদের করুণ অবস্থা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো

September 30, 2022

বন্যা দুর্গতদের করুণ অবস্থা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো ।

শিরোনাম : বন্যার্তদের জীবন সংকট।

ক’দিনের একটানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা দেখা দিয়েছে। অনেক মাটির বাড়ি ধ্বসে গিয়েছে, বেড়ার বাড়ি ভেসে গিয়েছে। কয়েকটি শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা জলে ডুবে ও ঘর চাপা পড়ে মারা গিয়েছেন। বাকিরা, বাঁধের উপরে ও রেল-লাইনের উপরে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছে। 

সরকার বা কোন সংস্থার পক্ষ থেকে যথাসময়ে ত্রাণের ব্যবস্থা করা যায় নি। তাই খোলা আকাশের নীচে, না খেয়ে, এমন কি জলপান না করে তাদের রাত্রি কেটেছে। পরের দিন সরকারি উদ্যোগে দ্রুত ত্রাণের ব্যবস্থা হ’লেও সকলের কাছে তা পৌঁছায় নি। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থাও হয় নি। কী যন্ত্রণার মধ্যে যে বন্যার্তদের জীবন কাটছে তা ভাবা যায় না। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দ্রুত এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ান ও সাহায্যের হাত বাড়িয়ে দিন, এই প্রার্থনা করি।

Share Post :

Leave a Comment