StudyMamu

কে কাকে ‘আমলাতান্ত্রিক সামন্ততন্ত্র’ বলেছেন এবং কেন

August 18, 2022

 

কে কাকে ‘আমলাতান্ত্রিক সামন্ততন্ত্র’ বলেছেন এবং কেন ?

 

চিনের অধিকাংশ জমির মালিক ছিল স্কলার জেন্ট্রি বা পণ্ডিত-রাজকর্মচারীরা। অন্যদিকে তারা ছিল সমস্ত উচ্চপদের একমাত্র অধিকারী। অর্থনৈতিক সমৃদ্ধি ও রাজনৈতিক ক্ষমতার এই কেন্দ্রীভবনকে যোসেফ নীডহ্যাম অভিহিত করেছেন ‘আমলাতান্ত্রিক সামন্ততন্ত্র’ হিসাবে। অর্থনৈতিক সমৃদ্ধি ও রাজনৈতিক ক্ষমতার  জন্যই যোসেফ নীডহ্যাম অভিহিত করেছেন ‘আমলাতান্ত্রিক সামন্ততন্ত্র’ হিসাবে।

Share Post :

Leave a Comment