StudyMamu

মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’ ভারত সম্বন্ধে কী বার্তা বহন করে । তাঁর ধারণাগুলি কতটা যুক্তিযুক্ত

August 16, 2022

মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’ ভারত সম্বন্ধে কী বার্তা বহন করে । তাঁর ধারণাগুলি কতটা যুক্তিযুক্ত ?

মেগাস্থিনিসের ‘ইন্ডিকা’ ভারত সম্বন্ধে কী বার্তা বহন করে :

এই প্রসঙ্গে মেগাস্থিনিস (Megasthenes) রচিত ইন্ডিকা (Indica) বিশেষ প্রশংসার দাবি রাখে।সেলুকাসের রাজদূত হিসেবে মেগাস্থিনিস মৌর্য রাজসভায় তাঁর পরিচয় দেন। তাঁর রচিত গ্রন্থ ইন্ডিকা-তে মেগাস্থিনিস মৌর্য প্রশাসন ও ভারতবর্ষের তৎকালীন আর্থসামাজিক ব্যবস্থার বিশদ বিবরণ রেখে গেছেন। মূল গ্রন্থটি আর পাওয়া যায় না, কিন্তু তার অংশবিশেষ থেকে অন্যান্য গ্রিক ও রোমান ঐতিহাসিকেরা (স্ট্রাবো, এরিয়ান প্রমুখ) উদ্ধৃতি দিয়েছেন।

মেগাস্থিনিসের ধারণাগুলি কতটা যুক্তিযুক্ত ?

মেগাস্থিনিস তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন যে, ভারতবর্ষে কোনো দাসপ্রথা নেই এবং পাটলিপুত্র ভারতের বৃহত্তম শহর। এ ছাড়া তিনি সাধারণ ভারতীয়দের সততা ও ন্যায়নিষ্ঠার প্রশংসা করেছেন— Theft is a very rare occurrence, অর্থাৎ, চৌর্যবৃত্তি ছিল খুবই অল্প মাত্রায়। এ ছাড়া তিনি অপরাধীদের কঠোর শাস্তিদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। গুরুতর অপরাধে অঙ্গচ্ছেদের ব্যবস্থা (Mutilation) ছিল। মেগাস্থিনিসের আখ্যানগুলি অনেক জায়গায় অতিরঞ্জিত। ভারতবর্ষ সম্বন্ধে তাঁর সঠিক ধারণা ছিল না। তিনি কোনো ভারতীয় ভাষাও জানতেন না। তৎসত্ত্বেও বলা যেতে পারে যে, প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে মেগাস্থিনিস একটি বিশিষ্ট ছাপ রেখে গেছেন যা আজও ঐতিহাসিকদের কাছে অপরিহার্য।

Share Post :

Leave a Comment