StudyMamu

জগৎ শেঠ কারা ছিলেন

August 17, 2022


জগৎ শেঠ কারা ছিলেন?

নবপ্রতিষ্ঠিত রাজ্যগুলি নিজেদের প্রশাসনিক ও সামরিক ব্যয়ভার মেটানোর উদ্দেশ্যে দেশীয় বণিক শ্রেণীর ওপর অনেকখানি নির্ভরশীল ছিল। এই বণিক সম্প্রদায় দূর বাণিজ্য (Long Distance Trade), (Money Lending) এবং বিভিন্ন প্রকার আর্থিক লেনদেন (Financial Transaction)-এর দ্বারা অপার অর্থ উপার্জন করতেন এবং সেই সুবাদে অগাধ সম্পদের অধিকারী হন। এদের মধ্যে অগ্রগণ্য ছিলেন রাজস্থান থেকে আগত ওসওয়াল (Oswal) পরিবার যারা জগৎ শেঠ (Jagat Seth) নামে বিখ্যাত হন, পাঞ্জাব থেকে বাংলায় আগত ওমিটা (Omi Chand ) প্রমুখ।

Share Post :

Leave a Comment