StudyMamu

কাউটাউ প্রথা কি অথবা, কাও তাও প্রথা কি

August 18, 2022

কোটোও (Kotow) প্রথা কী । কাউটাউ প্রথা কি। কাও তাও প্রথা কি

  • উঃ- চিনের ঐতিহ্য অনুসারে সম্রাটের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ব্যক্তিকে সম্রাটের সামনে তিনবার নতজানু হয়ে প্রতিবার নতজানু অবস্থায় তিনবার মাটিতে মাথা স্পর্শ করে অর্থাৎ মোট নয়বার অবনত মস্তকে সশ্রদ্ধ অভিবাদন জানাতে হতো। এই প্রথাকে বলা হত কাউটাউ বা কাও তাও প্রথা  চিনে কাও তাও প্রথা প্রচলিত ছিল ।

Share Post :

Leave a Comment