StudyMamu

৪ঠা মে-র আন্দোলন কাকে বলে? চৌঠা মে আন্দোলনের প্রধান স্লোগান কী ছিল ?

June 30, 2022

 

৪ঠা মে-র আন্দোলন কাকে বলে? চৌঠা মে আন্দোলন কাকে বলে ।

চৌঠা মে আন্দোলনের প্রধান স্লোগান কী ছিল  ?

ভার্সাই সন্ধি দ্বারা শানটুং প্রদেশ জাপানের সাম্রাজ্যভুক্ত করার প্রতিবাদে ১৯১৯ খ্রিস্টাব্দের ৪ঠা মে চিনের পিকিং শহরের ছাত্র-যুবারা যে-প্রতিবাদ আন্দোলনের সূচনা করেছিল তাকে ৪ঠা মে-র আন্দোলন বলে। জুন মাস অবধি এই আন্দোলন ছাত্র সমাজের নেতৃত্বে পরিচালিত হলেও তারপর তা বুদ্ধিজীবীদের নেতৃত্বে ১৯২১ খ্রিস্টাব্দ অবধি পরিচালিত হয়েছিল।

৪ঠা মে আন্দোলনের প্রধান শ্লোগান ছিল ‘জিওগুয়ো’ বা দেশকে বাঁচাও।

Share Post :

Leave a Comment